- Trade News 24 - http://www.tradenews24.com -

স্পন্সর ছাড়াই ভারতকে এশিয়া কাপে খেলতে হবে!

কিছুদিন আগে নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইন অনুযায়ী অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’ এই ধরনেরই এক অ্যাপ। ফলে বিদ্যমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে আর থাকতে চাইছে না ‘ড্রিম ১১’। যে কারণে ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর ছাড়াই এশিয়া কাপে খেলতে হতে পারে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক রিপোর্টে এ কথা জানিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা তাদের বলেছেন, “ড্রিম ১১-এর প্রতিনিধিরা ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন। বোর্ডের সিইও হেমঙ্গ আমিনের সঙ্গে তারা দেখা করে জানিয়েছেন, স্পনসর হিসেবে আর থাকতে পারবে না ড্রিম ১১। ফলে এশিয়া কাপে দলের কোনো প্রধান স্পনসর থাকবে না। খুব তাড়াতাড়ি বোর্ড নতুন স্পনসরের জন্য দরপত্র হাঁকবে।”

বোর্ডের আরও এক কর্মকর্তা জানিয়েছেন, মাঝপথে চুক্তি ভাঙায় ‘ড্রিম ১১’-কে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কারণ, বোর্ডের সঙ্গে যখন তাদের চুক্তি হয়েছিল, তখন সেখানে লেখা ছিল, যদি সরকারের কোনো নীতির কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। চুক্তির এই শর্তই কাজে লাগাচ্ছে ‘ড্রিম ১১।’

২০২৩ সালের জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১।’ বোর্ডের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে তাদের। অর্থাৎ, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ভারতের প্রধান স্পনসর তারা। বোর্ডের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল প্রতিষ্ঠানটির। সেই চুক্তি মাঝপথে ভাঙতে চলেছে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। ‘ড্রিম ১১’-ও কোনো বিবৃতি দেয়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপি-কে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, “যদি অনুমতি না পাই, তা হলে আমরা কিছু করতে পারব না। কেন্দ্রীয় সরকার যা নীতি নেবে তা অক্ষরে অক্ষরে পালন করবে ক্রিকেট বোর্ড।” অর্থাৎ, এশিয়া কাপে প্রধান স্পনসর থাকবে কি না তা স্পষ্ট করেননি শইকীয়া। পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর ছেড়ে দিয়েছেন তিনি। এর মাঝেই জানা গেছে, ‘ড্রিম ১১’-ই চুক্তি থেকে সরে দাঁড়াতে চাইছে।