আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানে বাংলাদেশকে ভারতের চিঠি

সময়: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ২:৫২:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে ভারত।

আজ মঙ্গলবার (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি লিখে আহতদের জন্য ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য তথ্য চায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে , সোমবার (২১ জুলাই) ভারতের প্রধানমন্ত্রীর বার্তায় মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সকল সহায়তা ও সহায়তা প্রদানের কথা বলেছিলেন।

প্রধানমন্ত্রীর বার্তার অনুযায়ী ভারতীয় হাই কমিশন ভারতীয় হাই কমিশন প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে বলেও হাইকমিশন জানিয়েছে।

Print This Post