অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে ভারতের মেডিকেল টিম ঢাকায়

সময়: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৭:৩২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের প্রেক্ষিতে চিকিৎসাসেবা দিতে ভারত থেকে ঢাকায় এসেছে চার সদস্যের একটি মেডিকেল টিম।

বুধবার ( ২৩ জুলাই) সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ৪ সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলের মধ্যে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন
এবং প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারী হাসপাতাল হিসেবে পরিচিত। তাঁরা আগামীকাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবেন।

বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছিলো ভারত। দেশটির প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানায় । এই পরিপ্রেক্ষিতে ভারত থেকে মেডিকেল টিম বাংলাদেশে এসেছে।

উল্লেখ্য, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন ।

Print This Post