খেলাধুলা ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন টিম ডেভিড। যা আইসিসির নিয়ম বহির্ভূত। তাই এ ঘটনায় শাস্তি পেয়েছেন এই অজি অলরাউন্ডার।
ডেভিড আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। ফলে তার মোট ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
গত ২৮ জুলাই সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে ঘটনা। ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের একটি বল মোকাবিলা করার পর আম্পায়ারের কাছ থেকে ওয়াইড আশা করেছিলেন ডেভিড। কিন্তু আম্পায়ার সেটিকে বৈধ বল হিসেবেই যোগ করেন।
তখন ডেভিড নিজেই দুই হাত প্রসারিত করে ওয়াইডের ইঙ্গিত দেন আম্পায়ারকে। এই ব্যাপারটি ভালোভাবে নেননি মাঠের দুই আম্পায়ার লেসলি রাইফার, জাহিদ বাসারাথ। ফলে তারা ম্যাচ রেফারির কাছে এ নিয়ে অভিযোগ জানান।
শাস্তি পাওয়ার ম্যাচে অবশ্য ব্যাট হাতে ভালো করেন ডেভিড। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। তাতে জয় পায় অস্ট্রেলিয়া।