আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শুবমান গিল। এ নিয়ে চার বার মাস সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতের টেস্ট অধিনায়ক। বিশ্বের আর কোনো পুরুষ ক্রিকেটার এতবার এই পুরস্কার পায়নি।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন গিল। জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে তাকেই বেছে নিল আইসিসি। জুলাই মাসে টেস্ট ক্রিকেটে ৫৬৭ রান করেন গিল। যেখানে তার ব্যাটিং গড় ছিল ৯৪.৫০।
এক টেস্টে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৪০০ এর বেশি রান করেন গিল। যেখানে বার্মিংহামে ২৬৯ রানের ইনিংস খেলেন তিনি।
আইসিসির মাস সেরা হয়ে উচ্ছ্বসিত গিল বলেছেন, ‘জুলাই মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে খুব ভালো লাগছে। দারুণ অনুভূতি। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ খেললাম। তাই এই পুরস্কারটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামে দ্বিশতরানের ইনিংসটা সারাজীবন মনে থাকবে।’
‘অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আমার কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা। দু’দলের ক্রিকেটাররাই দুর্দান্ত পারফর্ম করেছে। আমার মনে হয়, দু’দলের ক্রিকেটারেরাই এই সিরিজটা অনেক দিন মনে রাখবে। পুরস্কারের জন্য আমাকে নির্বাচিত করার জন্য বিচারকদের ধন্যবাদ। আমার সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই।’