ইউসিবি পারপেচুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা

সময়: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১২:১৯:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউসিবি ২য় পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৬ মাসের জন্য (০৭ আগস্ট,২০২৫-০৬ ফেব্রুয়ারি,২০২৬) ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য বাৎসরিক ১০ শতাংশ হারে কূপণ রেট ঘোষণা করেছে।

সূত্র মতে, কূপণ রেট ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (০৪ আগস্ট) বন্ডটির লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।

Print This Post