- Trade News 24 - https://www.tradenews24.com -

ইবতেদায়ি মাদ্রসার শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রসা শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ জুলাই পর্যন্ত শিক্ষকরা এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনুধানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকগণের আবেদনের প্রেক্ষিতে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তির অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।’