রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যেই পরিণত হয় মৃত্যুপুরীতে। স্কুলের অনেক শিশু আর বাড়ি ফিরেনি, স্বজনদের আহাজারি ছুঁয়ে গেছে গোটা দেশবাসীকে। এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত অর্ধশতাধিক। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে শোকের ঢেউ—এ ঘটনায় বাকরুদ্ধ দেশের তারকারাও।
এ নিয়ে জয়া আহসান তার ফেসবুকে লেখেন, “আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হল, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।”
এর আগে ডা. তানজিনা হোসাইন তন্মীর একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন জয়া আহসান। সেখানে লেখেন, “যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন। ১. পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন। ২. একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশন এর জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায় তত ভালো। ৩. পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন। শেষে নেতা ও ভিউ ব্যবসায়ীরা ভিড় জমাবেন না!”
জয়া ছাড়াও চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, “এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনীসহ যারা উদ্ধারকর্মী আছেন ওনাদের তাদের কাজ করতে দেন, উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।”