- Trade News 24 - https://www.tradenews24.com -

ওএসডি থাকা ৭৬ পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠাল সরকার

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অবস্থায় থাকা ১০ ডিআইজিসহ পুলিশের ৭৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠিয়েছে সরকার।

বুধবার (৬ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন কর্মস্থলে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন এবং সাতজন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বিগত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে গত আগস্টে ক্ষমতার পট-পরিবর্তনের পর ওএসডি করা হয়েছিল।