কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

সময়: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ২:০৮:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের সময় আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সোমবার তাঁকে আটক করা হয় বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদন বলছে, সকালে দিল্লি পুলিশ রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা ও শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত সহ জে্যষ্ঠ বিরোধী সাংসদদের আটক করেছে। ক্ষমতাসীন বিজেপির সাথে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তাঁরা।

সংসদ ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, রাজনীতিবিদ এবং দলীয় কর্মীদের একটি ছোট দল সেখানে বিক্ষোভ করছে। অনেকেই প্ল্যাকার্ড নাড়ছেন, স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের মোকাবিলা করে।

এরআগে কংগ্রেস-নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের কার্যালয়ে পদযাত্রা শুরু করে। পুলিশ সংসদ ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে দেয়। বিক্ষোভকারীদের ঠেকাতে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।

বিরোধীরা ভোটার তালিকা কারচুপি এবং ভোটার জালিয়াতির জন্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের মধ্যে আঁতাতের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন।

 

Print This Post