আপনার মন তো গত সপ্তাহের গতিতেই ছুটছে, কিন্তু আপনার চারপাশের সবাই যেন স্টপওয়াচ হাতে বসে আছে! পরিবারের লোকজন বা বন্ধুরা আপনাকে কিছুটা অস্থির করে তুলবে, কিন্তু আপনিও যে হালকা নাটক করতে পারেন, সেটা ভুলে যাবেন না। মন খুলে কথা বলুন, তবে অকারণ তর্ক করবেন না।
