ঢাবির জিয়া হলে প্রতিটি রুমের নামকরণ জুলাই শহীদদের নামে

সময়: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১:১১:২৬ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রতিটি রুমের নামকরণ করা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থানের শহিদদের’ নামে। জুলাই শহিদদের স্মৃতি ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে তাদের আত্মত্যাগের গুরুত্ব ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ব্যতিক্রমী উদ্যোগটি প্রথম শুরু করেন ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী মো. নাঈমুল আবরার, আসিফ ইমাম ও ফুজায়েল আহমেদ। পরবর্তীতে এতে যুক্ত হন মাহবুব আলম মিরাজ, রুম্মান ইমন, আক্তার হোসেন, শাহেদ ইমন, সাদিক মুনেম ও মোল্লা আবিদ হোসেন এবং মো. শাকিল মিয়া সহ বিভিন্ন শিক্ষাবর্ষের ও বিভাগের শিক্ষার্থীরা।

এ বিষয়ে শিক্ষার্থী আসিফ ইমাম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনগুলোর সূচনা হয়। এখন বৈধ সিটের অধিকার, গেস্টরুম মুক্ত পরিবেশ, স্বাধীন ছাত্রজীবন- সবই এসেছে শহিদদের আত্মত্যাগের ফসল হিসেবে। আমরা চেয়েছি, প্রতিটি রুম যেন হয় তাদের স্মৃতির প্রতীক।

জিয়া হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও অন্যতম উদ্যোক্তা নাঈমুল আবরার বলেন, এটা আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে করা। এই নামগুলো শুধুই নাম নয়, এগুলো হচ্ছে ত্যাগ ও প্রতিরোধের প্রতীক। নতুন শিক্ষার্থীরা রুমে উঠে এসব নাম দেখেই অনুপ্রাণিত হবে। ফ্যাসিস্ট শক্তি যদি আবার ফিরে আসতে চায়, এই নামগুলো তাদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

নামকরণের অন্যতম উদ্যোক্তা ফুজায়েল আহমেদ বলেন, আমরা চাই, জুলাই সর্বদা আমাদের জনস্মৃতিতে সজাগ থাকুক। তাই এই উদ্যোগ।

Print This Post