থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

সময়: শুক্রবার, জুলাই ২৫, ২০২৫ ২:১৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক ‍বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয় দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বা সরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন তথ্য বা মত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এ ছাড়া, বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে +৬৬৮১৮৭০৮৪৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Print This Post