দেশে কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে: দুদক চেয়ারম্যান

সময়: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ৫:৪৮:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি:

দেশে কিছু ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ‘‘এটা এক ধরনের অনাচার। অফিস-আদালতে এ সব ভুয়া অনাচারকারীদের প্রতিরোধে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।’’

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন

দুদক চেয়ারম্যান বলেন, ‘‘একাত্তর পরবর্তী সময়ে যেমন সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি হয়েছিল, ঠিক তেমনি ২০২৪ পরবর্তী সময়েও ভুয়া কিছু সমন্বয়ক সৃষ্টি হয়েছে। যা একটি মহান আন্দোলনের প্রকৃত সমন্বয়কারীদের অসম্মানের শামিল। তাই এদের প্রতিরোধ করে প্রকৃত সমন্বয়কারীদের সম্মান ফেরাতে হবে।’’

দুদক চেয়ারম্যান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “দায়িত্ব পালনের সময় দুর্নীতি ঢাকতে উৎকোচ নয়, বরং কর্মক্ষেত্রে স্বচ্ছ থেকে রাষ্ট্রের অর্থ সাশ্রয় করুন।’’ একইসঙ্গে দুর্নীতি প্রতিরোধ করে দাপ্তরিকভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে উপস্থিত সকল পর্যায়ের কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে দুদক চেয়ারম্যান রংপুর নগরীর স্টেশন রোডস্থ আলম নগর এলাকায় ২২ কোটি ৩৭ লাখ ৭৬ টাকা ব্যয়ে নির্মিত ছয় তলা বিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের জেলা ও আঞ্চলিক সমন্বয় কার্যালয়ের উদ্বোধন করেন।

Print This Post