জ্যেষ্ঠ প্রতিবেদক:
পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ৫টি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিদ্ধান্তগুলো হলো-
ভ্যানগার্ড অ্যাসেটকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশ, বিজিআইসিকে কোটি টাকা জরিমানা:
এএফসি হেলথ লিমিটেডে অবৈধভাবে বিনিয়োগ করা অর্থ ফেরত আনার জন্য ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩০ দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের তহবিলে ওই বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এদিকে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (অ্যাসেট ম্যানেজার) কর্তৃক ব্যবস্থাপনাকৃত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ফান্ড হতে ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেডের ৪ কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন লঙ্ঘিত হয়। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বিধায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ৯ কোটি টাকা উক্ত ফান্ডে ফেরত/জমা প্রদানের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত অর্থ ফেরত/জমা প্রদান করতে ব্যর্থতায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ কোটি টাকা অর্থদন্ড আরোপেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, উপরোক্ত অনিয়ম সংঘটিত হওয়ার পেছনে উক্ত মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাযথ তদারকি ও দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফান্ডের ইউনিট হোল্ডারদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে বিধায় ট্রাস্টি বিজিআইসিকে ১ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
রিজেন্ট টেক্সটাইলকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশ, অন্যথায় জরিমানা:
লিগ্যাছি ফ্যাশন লিমিটেডে অবৈধভাবে বিনিয়োগ করা আইপিও ফান্ডের অর্থ ফেরত আনার জন্য রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩০ দিনের মধ্যে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে ওই বিনিয়োগকৃত অর্থ ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জন পরিচালককে মোট ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিও ফান্ডের ৮০.১১ কোটি টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা বিধিবহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাছি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ বা ক্রয়ে ব্যবহার করে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয়েছে। এর ফলে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডকে আগামী ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত/জমা প্রদানের আদেশ জারির সিদ্ধান্ত গ্রহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ওই অর্থ ফেরত/জমা প্রদান করতে ব্যর্থ হলে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানিটির ৫ জন পরিচালক ইয়াকুব আলী, ইয়াসিন আলী, তানভীর হাবিব, মাশরুফ হাবিব ও সালমান হাবিবকে ২০ কোটি টাকা করে মোট ১০০ কোটি টাকা অর্থদন্ড আরোপের সিদ্ধান্ত গ্রহীত হয়।
বিধিবহির্ভুত লেনদেন, সাউথইস্ট ব্যাংকের দুই উদ্যোক্তাকে ১০ লাখ টাকা জরিমানা:
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির শেয়ার বিধিবহির্ভুতভাবে নিষিদ্ধ সময়কালে লেনদেন করার অভিযোগে সংশ্লিষ্ট কোম্পানির দুইজন উদ্যোক্তাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিধিবহির্ভূতভাবে নিষিদ্ধ সময়কালে (১ নভেম্বর ২০২০ হতে ৯ মে ২০২১) সাউথইস্ট ব্যাংক পিএলসির স্পন্সর ফারজানা আজিম ও তার ভাই মামুন আজিমকে উক্ত কোম্পানির শেয়ার লেনদেন করার কারণে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা অর্থদন্ড আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ড্যাফোডিল কম্পিউটার্সের ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন বাতিল:
পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ঋণকে শেয়ারে রূপান্তরের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ড্যাফোডিল কম্পিউটার্স তার সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি থেকে নেওয়া ৪৬.৭০ কোটি টাকার ঋণকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৪.৬৭ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধি তথা ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের আবেদন কমিশন কর্তৃক নামঞ্জুর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের অবৈধ শেয়ার ইস্যু করার বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এ লক্ষ্যে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিএসইসি। বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে শর্তসাপেক্ষে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক রেজাউন নূর মেহেদী। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন অনুযায়ী কমিশন ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ঋণকে শেয়ারে রূপান্তরের আবেদন বাতিল করেছে।
দুয়ার সার্ভিসের কিউআইও’র সম্মতিপত্র বাতিল:
পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুয়ার পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সম্মতিপত্র বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুয়ার সার্ভিসেস পিএলসির চলতি বছরের ২৫ জুন তারিখে করা ‘কিউআইও প্রত্যাহার আবেদন’ শীর্ষক আবেদনটি কমিশন কর্তৃক গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে ইস্যুকৃত কিআইও সম্মতিপত্রটি (কনসেন্ট লেটার) বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।