বাংলানিউজের সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম মিন্টু

সময়: রবিবার, আগস্ট ১০, ২০২৫ ৫:১৬:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্যতম শীর্ষ নিউজপোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর.কম এর সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন যশোরের সন্তান ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু। শনিবার (৯ আগস্ট) তিনি পোর্টালটির সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। এতদিন তিনি পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তৌহিদুল ইসলাম মিন্টুর বাড়ি যশোরের উপশহরে। যশোরে তার সাংবাদিকতার হাতেখড়ি। তিনি ১৯৯৭ সালে দৈনিক লোকসমাজ পত্রিকায় যোগদান করেন। পত্রিকাটির মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করেছেন। এরপর ২০০১ সালের আগস্ট মাসে ঢাকায় দৈনিক আজকের কাগজ এ যোগদান করেন। পরবর্তীতে তিনি যোগদান করেছিলেন দৈনিক দেশবাংলা’য়। তারপর তিনি শেয়ারবাজারের দৈনিক শেয়ারবিজ পত্রিকায়ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের জুন মাসে দৈনিক কালেরকণ্ঠে যোগদান করেন। পত্রিকাটিতে তিনি ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত কাজ করেন।
এরপর তিনি প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজপোর্টাল দ্যা রিপোর্ট টোয়েন্টিফোর.কম। চলতি বছরের ২২ জানুয়ারি পর্যন্ত তিনি পোর্টালটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২৩ জানুয়ারি নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেন বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম এ।

তৌহিদুল ইসলাম মিন্টুকে বলা হয় দেশের অনলাইন নিউজপোর্টালের পুরোধা ব্যক্তিত্ব। নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করলেও অল্প কিছুদিনের মধ্যেই তিনি বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তৌহিদুল ইসলাম মিন্টু গত এপ্রিলে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

Print This Post