বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রকে প্যাকেজ প্রস্তাবনা দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

সময়: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ৩:৫১:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে একটি প্যাকেজ প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, দুই দেশের আলোচনা মাধ্যমে ভালো ফলাফল আসবে। তবে বাংলাদেশের প্যাকেজ প্রস্তাবনায় কী রয়েছে জানতে চাইলে বিষয়ে কিছু বলেননি তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন থেকে আর কাউকে প্রতীকী মূলে জমি দেওয়া হবে না। সরকারি জমি যারাই নিতে চাইবে অর্থ দিয়ে নিতে হবে। প্রতীকী মূল্যে দিলে যারা নিয়ে যায়, তারা ঠিকমতো ইউটিলাইজ করে না।

মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেন ড. সালেহউদ্দিন আহমেদ। এ সভায় দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে দুই কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক কার্গো সিঙ্গাপুর থেকে এবং এক কার্গো দক্ষিণ কোরিয়া থেকে আনা হবে। এতে মোট ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা।

বৈঠকে সংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেনাবাহিনী জলিল টেক্সটাইল মিলস নিতে চাচ্ছে। আমরা প্রতীকী মূল্যে দেব না বলে জানিয়েছি। এখন থেকে প্রতীকী মূল্য এড়িয়ে যাব। যারা নিতে চাইবে তাদের অর্থ দিয়ে নিতে হবে।

তাহলে জলিল টেক্সটাইল মিলসের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তরে বিষয়ে অনুমোদন দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকেই দেওয়া হবে। তবে মূল্যটা নির্ধারণ করে প্রস্তাব আসতে হবে।

Print This Post