বিয়ের কয়েক ঘণ্টা পরই অভিনেতার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা

সময়: রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৮:৪০:৫৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে বিয়ে করেছেন তামিল সিনেমার অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ। বিয়ের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেতার স্ত্রী জয়।

রবিবার (২৭ জুলাই) জয় তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, জয়কে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রঙ্গরাজ। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ।” হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, “স্বামী-স্ত্রী।”

এ পোস্টের কয়েক ঘণ্টা পর আরেকটি ছবি পোস্ট করেন জয়। তাতে দেখা যায়, লাল রঙের শাড়িতে সেজেছেন জয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। দুজনের গলায় শোভা পাচ্ছে ফুলের মালা। এ ছবির ক্যাপশনে জয় লেখেন, “২০২৫ সালে বেবি আসছে। আমরা অন্তঃসত্ত্বা। ৬ মাসের গর্ভকাল চলছে।”

এ পোস্ট সামনে আসার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রঙ্গরাজ-জয়। অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ কড়া ভাষায় সমালোচনা করছেন।

মধমপট্টি রঙ্গরাজ প্রথম বিয়ে করেন শ্রুতি রঙ্গরাজকে। শ্রুতি শোবিজ অঙ্গনের কেউ নন, তিনি পেশায় একজন আইনজীবী। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে। জয় ক্রিজিলদা বিয়ের ঘোষণা দেওয়ার পর সরব হয়েছেন শ্রুতি। তার দাবি—“আইনত আমরা এখনো বিবাহিত।” এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি মধমপট্টি রঙ্গরাজ।

তামিল ভাষার ‘মেহেন্দি সার্কাস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মধমপট্টি রঙ্গরাজ। অভিষেক সিনেমা দিয়েই প্রশংসা কুড়ান এই অভিনেতা। এরপর ‘পেঙ্গুইন’ সিনেমায় দেখা যায় তাকে

Print This Post