ভোটের ২ মাস আগে তফসিল, চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি : সিইসি

সময়: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৬:৫৩:০৩ অপরাহ্ণ

কিছু চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটের ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের এ অবস্থানের কথা জানান সিইসি।

নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত আছে ইসি। প্রধান উপদেষ্টার চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করবে।

তিনি বলেন, আমরা আশা করি, দ্রুত চিঠি পেয়ে যাব। না পেলেও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। আমরা ভোটের মাঠ লেভেল প্লেয়িং করার কাজ করছি। তবে কোনো রাজনৈতিক দল যেন ফাউল করার নিয়ত করে খেলতে না নামে।

সিইসি আরও বলেন, আসন্ন নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধ করা বড় চ্যালেঞ্জ হবে। ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানোও কেউ কেউ বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন। তবে আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই। যেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না জানতে চাইলে সিইসি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তাদের বিচার চলমান রয়েছে, বিচারের পর আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন।

Print This Post