শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় বিএসইসি চেয়ারম্যানের শোক

সময়: সোমবার, জুলাই ২১, ২০২৫ ১০:০০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (২১ জুলাই) বি এসএসসি থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

বিএসইসির শোকবার্তায় উল্লেখ করা হয়, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমরা শোকাহত পরিবারের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Print This Post