নিজস্ব প্রতিবেদক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকরের কথা জানান। নতুন করে এ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশে। আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হওয়ার কথা।
পূর্বে ঘোষিত ২৫ জুলাইয়ের পরিবর্তে ২৯ জুলাই আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর আরোপিত ৩৫% শুল্ক নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে বসবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
এই বৈঠকটি ১ আগস্ট থেকে প্রস্তাবিত নতুন শুল্ক হার কার্যকর হওয়ার মাত্র এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বৈঠকের তারিখ নিশ্চিত করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আগামী ২৯ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বৈঠক হবে।’
এর কয়েক ঘণ্টা আগে, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, আগামীকাল (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সঙ্গে বাংলাদেশের একটি অনলাইন মিটিং হবে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক কমানোর বিষয়ে দেশটির কাছে লেখা চিঠির জবাব এবং দেশটিতে আবার সফরের আমন্ত্রণ পেতে শেষ মুহূর্তেও অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কমিয়ে আনার ব্যাপারে দুই দফা আলোচনা হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকরের কথা জানান। নতুন করে এ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গড় শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশে। আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হওয়ার কথা।