সচিবালয়ে মি‌ছিল সমা‌বেশ নি‌ষিদ্ধ, নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

সময়: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ৫:৪৩:৫৬ অপরাহ্ণ

দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারে বেশ কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে-‘সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ। অনুমতি ছাড়া কোনও মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার সভা বা সমাবেশ আয়োজন করা যাবে না।’

এতে আরো বলা হয়, ‘বিকেল ৩টার পর সচিবালয়ে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন সচিবালয়ে প্রবেশের জন্যও পূর্বানুমতি নিতে হবে। সচিবালয়ের ভেতরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সবসময় পরিচয়পত্র দৃশ্যমান রাখতে হবে। সচিবালয়ের ভেতরে কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে কোনো পণ্য, যন্ত্রপাতি বা মালামাল রাখা যাবে না।’

‘প্রবেশকালে সব যানবাহন ও ব্যক্তিকে যথাযথ নিরাপত্তা তল্লাশির আওতায় আনা হবে।’

নির্দেশনাগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Print This Post