- Trade News 24 - https://www.tradenews24.com -

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব অঞ্চলে আজ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তিনটি বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এসব বিভাগের কিছু এলাকায় ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির কারণেই বৃষ্টিপাত বেড়েছে। তিনি জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সারা দিনই বৃষ্টি হতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে, তবে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। আজ রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার।

উল্লেখ্য, কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তা ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।