নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসির শেয়ার বিধিবহির্ভুতভাবে নিষিদ্ধ সময়কালে লেনদেন করার অভিযোগে সংশ্লিষ্ট কোম্পানির দুইজন উদ্যোক্তাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৩ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২২ জুলাই) কমিশনের সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিধিবহির্ভূতভাবে নিষিদ্ধ সময়কালে (১ নভেম্বর ২০২০ হতে ৯ মে ২০২১) সাউথইস্ট ব্যাংক পিএলসির স্পন্সর ফারজানা আজিম ও তার ভাই মামুন আজিমকে উক্ত কোম্পানির শেয়ার লেনদেন করার কারণে উভয়কে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা অর্থদন্ড আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়।