সোমবার বায়ুদূষণে তৃতীয় স্থানে ঢাকা

সময়: সোমবার, জুলাই ২১, ২০২৫ ১২:৫৫:২২ অপরাহ্ণ

Dhaka air pollution- Tradenews24.com

নিজস্ব প্রতিবেদক:

আজ বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৬ রেকর্ড করা হয়েছে।

বায়ুমান নির্ধারণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচক অনুযায়ী, এ সময় ঢাকার বাতাসকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান সূচক পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স এ তথ্য জানিয়েছে।

সোমবার বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বায়ুমান ১৬২। তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো মিসরের কায়রো, চিলির রাজধানী সান্তিয়াগো এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরগুলোর বায়ুমান যথাক্রমে—১৫৮, ১৫৩ এবং ১৫১।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০ থেকে ১০০-এর মধ্যে হলে বাতাসকে ‘মাঝারি’ মানের বলে ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’; ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে।

Print This Post