‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সারা দেশে সব ব্যাংক বন্ধ থাকবে।
সরকার ঘোষিত এই বিশেষ দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগেই জারি করা এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করায় ব্যাংকসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটির আওতায় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন’ গত ১৭ জুলাই এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংকগুলোতেও ছুটি নির্ধারণ করে।
সার্কুলারে বলা হয়েছে, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই তফসিলি ব্যাংকগুলোতেও ৫ আগস্ট ছুটি থাকবে।