রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৮:৫১:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি আজিয়াটা পিএলসি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) তাদের মুনাফা ১৩৩ শতাংশ বাড়ার তথ্য দিয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি।

শনিবার (২৮ জুলাই) কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২১ পয়সা।

আর চলতি বছরের প্রথম ছয় মাস শেষে, কোম্পানির ইপিএস হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৮ শতাংশ বেশি।

এছাড়া জুন শেষে কোম্পানির প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৩১ পয়সা।

Print This Post