নিম্নচাপে পরিণত লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

জ্যেষ্ঠ প্রতিবেদক:

সময়: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ৯:২৭:০৭ পূর্বাহ্ণ
Warning seaport- Tradenews24.com

পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরো অগ্রসর হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বুধবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বেশি বৃষ্টি হবে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২১ আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে। কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমবে।

২২ আগস্ট রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে আগামী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Print This Post
নিউজটি ১২২ বার পড়া হয়েছে ।