মহাখালী সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সময়: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৩:২৭:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মহাখালী সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এর আগেও বেশ কয়েকবার সাততলা বস্তিতে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে তারা সাততলা বস্তিতে আগুন লাগার খবর পান। এরপর ফায়ার সাভির্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

এর আগেও ২০১২, ২০১৫ ও ২০১৬, ২০২০ সালে এই বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। সর্বশেষ এ বছরের ১২ মার্চ সাততলা বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Print This Post