আবারও কনফিডেন্স সিমেন্টের রাইট বাতিল

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১১:৪২:২৮ পূর্বাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর আবেদনটি পূণ:বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছিল কোম্পানি কর্তৃপক্ষ। তবে এবারও বাতিল করে দিয়েছে বিএসইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ কোম্পানি কর্তৃপক্ষ রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে চায়। যে আবেদন বিএসইসি বাতিল করে দিয়েছিল। যা পূণ:বিবেচনার জন্য বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে গত ১৫ জুলাই ডিএসইর মাধ্যমে তথ্য প্রকাশ করে। তবে এবারও বাতিল করে দিয়েছে রাইট ইস্যুর আবেদন।

বিএসইসি জানিয়েছে, বাতিল করে দেওয়া রাইট ইস্যুর আবেদন পূণ:বিবেচনার সুযোগ নেই।

Print This Post