নারী শ্রমিকদের উন্নয়নে সহযোগিতা করবে এশিয়া ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক:

সময়: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৮:০৭:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে নারী শ্রমিকদের সামগ্রিক উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। এশিয়া ফাউন্ডেশন, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করে, বিশেষ করে নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচি, এবং টেকসই পোশাক শিল্প উন্নয়নের ওপর ফোকাস করতে চায়।

এশিয়া ফাউন্ডেশন, নারী শ্রমিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, স্বাস্থ্য ও নিরাপত্তা কার্যক্রম, মিড-লেভেল ব্যবস্থাপনা প্রশিক্ষণ, কমিউনিটি ভিত্তিক ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং পোশাক শিল্পে সার্কুলারিটি প্রবর্তনে কাজ করতে চায়।

শনিবার (৩০ আগস্ট) এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। বৈঠকে এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ, প্রোগ্রাম ডিরেক্টর আইনি ইসলাম এবং কমিউনিকেশন ও আউটরিচ লিড অপরাজিতা কাশফিয়া কায়েস উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের বক্তব্য, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “পোশাক শিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং আমরা নারী শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি বলেন, এশিয়া ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা পোশাক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, এটি তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে যৌথ কার্যক্রমের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। এর ফলে বাংলাদেশের পোশাক শিল্প আরও মানবিক ও টেকসই হয়ে উঠবে।

Print This Post
নিউজটি ৬৭ বার পড়া হয়েছে ।