গেল দুই বছর ধরে বাংলাদেশ দলের সঙ্গে মনোবিদ দেখা যায়। তবে সেটা লম্বা সময়ের জন্য না, স্বল্প সময়ের জন্য টাইগার ক্রিকেটারদের নিয়ে কাজ করে থাকেন মনোবিদরা। মূলত ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করেই মনোবিদ নিয়োগ দিয়ে থাকে বিসিবি।
গেল মাসে গুঞ্জন উঠেছিল লম্বা সময়ের জন্য মনোবিদ ডেভিড স্কটকে নিয়োগ দিবে বিসিবি। তবে সেই চিন্তা থেকে আপাতত সরে এসেছে। কেননা স্কটের সঙ্গে সময়ের অমিলের কারণে নিয়োগপত্র চূড়ান্ত রূপ পায়নি। তবে ভবিষ্যতের জন্য এই মনোবিদের কথা মাথায় রাখছে বিসিবি।
বাংলাদেশ দলে এর আগেও মনোবিদ কাজ করেছে। ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে মনোবিদ। এরপর দেশি-বিদেশি অনেক মনোবিদই ক্রিকেটারদের সাথে কাজ করেছেন। তবে তাদের প্রায় সবাই ছিলেন স্বল্প মেয়াদের জন্য।
এর আগে বাংলাদেশে এসে ইমার্জিং দলের সাথে কাজ করেছিলেন ডেভিড স্কট।

