যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে বাণিজ্য উপদেষ্টা সংবাদ সম্মেলন আজ

সময়: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ১২:৩৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক সংক্রান্ত তিন দিনের আলোচনা শেষে দেশে ফিরে সোমবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিকেল ৪টা ৩০ মিনিটে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল ১১ জুলাই। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা হয়। কিছু বিষয়ে সমঝোতা হলেও অনেক বিষয় এখনো নিষ্পত্তি হয়নি। তাই এখনই চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।

ফলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছিলেন, সেটি বহাল থাকছে। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে।

তিন দিনের শুল্ক আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশা প্রকাশ করে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই ইতিবাচক ফল পাওয়া যাবে।’

Print This Post
নিউজটি ১২৭ বার পড়া হয়েছে ।