জাতির উদ্দেশে ভাষণ নরেন্দ্র মোদির

সময়: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৭:২৬:০১ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার হঠাৎ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নাগরিকদের বিদেশে তৈরি পণ্য ব্যবহার বন্ধ করে তার বদলে স্থানীয় পণ্য ব্যবহার করতে বলেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খারাপ হওয়ার প্রেক্ষিতে তিনি স্বনির্ভর অভিযানের দিকে চাপ দিচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি করা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকে মোদি ‘স্বদেশি’ বা ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন। তার সমর্থকরা ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচার শুরু করেছে, যা ভারতে অত্যন্ত জনপ্রিয়।

ব্যাপকহারে সোমবার থেকে ভোক্তা কর কমানো কার্যকর হওয়ার আগে জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেন, ‘আমরা প্রতিদিন যে অনেক পণ্য ব্যবহার করি সেগুলো বিদেশি তৈরি, আমরা শুধু জানি না… আমাদের এগুলো বাদ দিতে হবে।’

কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘আমাদের ভারতে তৈরি পণ্য কেনা উচিত।’

প্রায় ১৪০ কোটি ভারতীয় জনসংখ্যা মার্কিন ভোক্তা পণ্যের একটি বড় বাজার, যা প্রায়শই মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা আমাজন ডটকম থেকে কেনা হয়। বছরের পর বছর মার্কিন ব্র্যান্ডগুলোর প্রসার দেশটির ছোট শহর পর্যন্ত গভীরভাবে ছড়িয়ে পড়েছে।

মোদি দোকানদারদেরও অনুরোধ করেছেন তারা যেন ভারতে তৈরি পণ্য খুচরা বিক্রিতে মনোযোগ দেন, যুক্তি দেখিয়ে বলেছেন এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক কম্পানি স্থানীয় পণ্যের প্রচার বাড়িয়েছে।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শিগগিরই বাণিজ্য আলোচনা করতে ওয়াশিংটন সফরে যাবেন বলে আশা করা হচ্ছে, যে সফরটি দ্বিপক্ষীয় টানাপড়েন কমানোর প্রচেষ্টার মধ্যে পড়বে।

Print This Post
নিউজটি ৭৩ বার পড়া হয়েছে ।