সম্প্রীতি আর উৎসবের আলোয় ভাসছে গয়েশ্বরের বাড়ি: দুর্গোৎসবে জনতার ঢল

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:০০:৪০ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকার নিজ বাড়িটি যেন গতকাল সোমবার পরিণত হয়েছিল মিলনমেলায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ—সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবার এলাকাবাসীর সাথেই নিয়ে প্রতিবছর এই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করে আসছেন, যা দল-ধর্ম নির্বিশেষে সকলের নিকট এক প্রিয় পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

উঠোনে সামিয়ানা, আপ্যায়নে উষ্ণতা

গতকাল দুপুরে বাড়ির উঠোন ও বাইরে সামিয়ানা টাঙিয়ে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এলাকার ছেলে-বুড়ো সকলে ভিড় জমিয়েছিলেন মিষ্টি, সবজি, ও লুচি খেতে। এই পারিবারিক অনুষ্ঠানে সকলকে মিষ্টিমুখ করিয়ে আপ্যায়ন করেন গয়েশ্বর রায়ের পুত্রবধূ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

গতকাল দুপুরে বাড়ির উঠোন ও বাইরে সামিয়ানা টাঙিয়ে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এলাকার ছেলে-বুড়ো সকলে ভিড় জমিয়েছিলেন মিষ্টি, সবজি, ও লুচি খেতে। এই পারিবারিক অনুষ্ঠানে সকলকে মিষ্টিমুখ করিয়ে আপ্যায়ন করেন গয়েশ্বর রায়ের পুত্রবধূ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

শ্বশুরের সাথে নিপুণ রায় চৌধুরীকে পেয়ে এলাকাবাসী ও নেতা-কর্মীদের আনন্দের মাত্রা যেন আরও বেড়ে যায়। দাম্ভিকতা ও আত্মঅহঙ্কারহীন এই নেত্রী সাধারণ একজন বউয়ের মতো নিজ হাতে সকলকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করে নিচ্ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের সময় কেরানীগঞ্জ জেলার বিএনপির নেতা-কর্মীসহ সকলে তাঁকে ঘিরে ধরেন।

‘শান্তিপূর্ণভাবেই দুর্গা উৎসব পালিত হবে’

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের হাজার হাজার পূজামণ্ডপের মধ্যে এখন পর্যন্ত আমরা কোনো নেতিবাচক দিক দেখতে পাচ্ছি না। আমরা আশা করছি, শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গা উৎসব উদ্‌যাপিত হবে।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে জাতির সামনে যে অঙ্গীকার করেছে, তাতে যদি তারা অনড় থাকে, তাহলে কেউ নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন না হওয়ার আশঙ্কা যারা তৈরি করছে, তারা সাম্প্রদায়িক দুশমন।”

‘এ দেশ আমাদের সবার’

গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবার বড় পরিসরে ধুমধাম করে শারদীয় দুর্গোৎসব পালন করে। তাই আমি আজ তাঁদের পূজার শুভেচ্ছা জানাতে এসেছি। পূজার সময় গয়েশ্বর রায় ও তাঁর পুত্রবধূ নিপুণ রায় আশপাশের পূজামণ্ডপ পরিদর্শন করেন, যাতে তাঁরা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায় মিলে আমরা একটি পরিবার। এ দেশ আমাদের সবার।”

বিগত সরকারের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, “১৭ বছর আমরা খুন, গুম, হামলা, মামলা, অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছি। বিগত সরকার হিন্দু সম্প্রদায়কে তাদের ভোটার বলত। অথচ বাস্তবে তারাই হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্পদ লুটপাট, তাদের অসম্মান ও হেয় করত।”

তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা, নির্বাচনের পর তরুণেরা বাংলাদেশের শিকড়কে ধারণ করে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণ করবে, যাতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে পারে।”

নির্বাচন নিয়ে নিপুণ রায়ের প্রত্যয়

আগামীর নির্বাচন বিষয়ে প্রশ্ন করলে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্র আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি।”

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী দেবাশীষ চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Print This Post
নিউজটি ৬৫ বার পড়া হয়েছে ।