আলিয়ার দ্রুত ওজন কমে যাওয়ার চমকে যাওয়ার মতো কারণ

বিনোদন ডেস্ক:

সময়: রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ১০:৫৭:০৭ পূর্বাহ্ণ

মা হওয়ার পর খুব দ্রুতই পুরোনো রূপে ফিরে এসে সবাইকে অবাক করে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশেষ করে তার ওজন বাড়ার পরে বরং কমে যাওয়াটা বিশেষভাবে নজরে এসেছিল তার ভক্তদের। কিন্তু কেন ওজন কমেছিল, সেসব জানালেন আলিয়া নিজেই।

কাজল ও টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত ছিলেন আলিয়া ভাট। জানান, রাহার জন্মের মাত্র সাত মাসের মধ্যে তার শারীরিক পরিবর্তন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। সে সময় অনেকে সমালোচনা করে বলেন, আলিয়া হয়তো বিশেষ কোনো ওষুধ খেয়েছেন অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে ওজন কমিয়েছেন। কারণ সাধারণত মা হওয়ার পর ওজন কমাতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগে যায়।

কিন্তু আলিয়া জানালেন, এসব কিছুই নয়; মেয়ে রাহা-কে বুকের দুধ খাওয়ানোর কারণেই তার ওজন দ্রুত কমেছিল

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি আমার মেয়েকে বুকের দুধ খাওয়াতাম। এটি ক্যালরি কমাতে আমাকে খুব সাহায্য করেছে।’ অভিনেত্রী আরও জানান, বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং স্বাস্থ্যকর বাড়ির খাবার খেতেন। বলেন, ‘একেকজনের শরীরের গঠন একেকরকম। তাই প্রত্যেকের নিজের শরীরের চাহিদা বুঝে খাবার খাওয়া উচিত।’

Print This Post
নিউজটি ৪৬ বার পড়া হয়েছে ।