যেমন হবে বাংলাদেশের একাদশ

খেলাধুলা ডেস্ক:

সময়: রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ৪:২৮:১৫ অপরাহ্ণ

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ (রোববার) দুই দল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লড়বে। এর আগে প্রথম দুই ম্যাচে টানটান উত্তেজনা ছড়িয়ে জিতেছিল জাকের আলি অনিকের দল। এবার আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ তাদের সামনে। শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

শেষ ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কেমন হবে তা নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের। প্রথম দুই ম্যাচের স্কোরকার্ড দেখলে স্পষ্ট যে, মিডল অর্ডার নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খুব একটা স্বস্তিতে নেই। ফলে আজকের ম্যাচে সেখানে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। তিনি ফিরলে বাদ পড়তে পারেন শামীম পাটোয়ারী। যদিও দ্বিতীয় ম্যাচে ২২ বলে ৩৩ রান করেছিলেন শামীম।

এ ছাড়া বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। টি-টোয়েন্টি সিরিজ শেষে ৮ অক্টোবর থেকে বাংলাদেশ ও আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ফলে তাসকিন যথারীতি বিশ্রামে থাকতে পারেন শেষ টি-টোয়েন্টিতে। এ ছাড়া সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় মুস্তাফিজুর রহমানকেও একাদশের বাইরে রাখা অসম্ভব নয়। তেমন কিছু হলে একাদশে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, ইবরাহিম জাদরান, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব-উর-রহমান, ফরিদ আহমেদ মালিক, আব্দুল্লাহ আহমেদজাই।

Print This Post
নিউজটি ৬৬ বার পড়া হয়েছে ।