শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় বিএসইসি চেয়ারম্যানের শোক

সময়: সোমবার, জুলাই ২১, ২০২৫ ১০:০০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (২১ জুলাই) বি এসএসসি থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

বিএসইসির শোকবার্তায় উল্লেখ করা হয়, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমরা শোকাহত পরিবারের পাশে আছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Print This Post
নিউজটি ৩৩১ বার পড়া হয়েছে ।