চাঁপাইনবাবগঞ্জে ৩ নদীর পানি কমছে, জনমনে ফিরেছে স্বস্তি

জেলা প্রতিনিধি:

সময়: রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ১১:৫২:৩৪ পূর্বাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মাসহ মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি কমতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।

চলতি মৌসুমে দ্বিতীয় দফায় টানা কয়েকদিন ভারত থেকে আসা পানির প্রবাহে পদ্মার পানি উদ্বেগজনক হারে বাড়লেও রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও কমতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি কমেছে ১৪ সেন্টিমিটার, মহানন্দায় ১০ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৭ সেন্টিমিটার।

প্রতিবেদনে বলা হয়, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০ দশমিক ৯১ মিটার। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তা ১৪ সেন্টিমিটার কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৭ মিটার।

অন্যদিকে, মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯ দশমিক ১ মিটার। রোববার সকাল ৯টা পর্যন্ত ১০ সেন্টিমিটার কমে তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯১ মিটার। এছাড়া পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯ দশমিক ৬ মিটার, যা রোববার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার কমে হয়েছে ১৮ দশমিক ৯৯ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, টানা কয়েকদিন ধরে পদ্মায় পানি বাড়ছিল, যা চলতি মৌসুমের প্রথম দফার তুলনায় অনেক বেশি হারে ছিল। ভারতের পানিপ্রবাহ বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জের তিন নদীতে পানি বেড়েছিল। তবে আজ থেকে আবারও পানি কমতে শুরু করেছে। আগামী ৩-৪ দিন অব্যাহতভাবে পানি কমবে বলেও জানান তিনি। এতে নদী তীরবর্তী প্লাবিত অঞ্চল ও চর থেকে পানি নামতে শুরু করবে।

উল্লেখ্য, গত মাসের প্রথম সপ্তাহে পানির উচ্চতা বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১৩ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

Print This Post
নিউজটি ৫৮ বার পড়া হয়েছে ।