নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণ সিট ক্রাশিং সেকশনে আগুনের ঘটনা ঘটেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গন্ধবপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে কারখানার সিট ক্রাশিং সেকশনের অধিকাংশ মেশিনারিজ ও কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার প্রশাসন বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আশরাফ বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। এতে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি, পরে তা জানানো হবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, খবর পেয়ে পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারখানায় সয়াবিন তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস।

