ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৩ বন্ধুর

জেলা প্রতিনিধি:

সময়: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ৯:৩৫:১১ অপরাহ্ণ

রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শুক্রবার সন্ধ্যার সময় চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০) এবং এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩)। নিহতদের লাশ পরিবারের সদ্যরা নিয়ে গেছেন।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু চারঘাট বাজার থেকে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মারুফ ও শিমুল মারা যান এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তুহিনও মারা যান।

Print This Post
নিউজটি ৩০ বার পড়া হয়েছে ।