রাজশাহী কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি রিইউনিয়ন- ২০২৫”। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর রাজশাহী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব।
এই আয়োজনে অংশ নিতে গত রবিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) কার্যক্রম, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীরা ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে (www.afaa.rc.edu.bd [১]) নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
সম্প্রতি রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স বিভাগ যৌথভাবে গঠন করেছে “রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি অ্যাসোসিয়েশন (আরসিএএফএএ)”। সংগঠনের মূল স্লোগান- “বন্ধনে প্রথম, স্মৃতিতে অনন্ত।” অ্যাসোসিয়েশন গঠনের পরই বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে এই বৃহৎ অ্যালুমনি রিইউনিয়নের সিদ্ধান্ত।
রিইউনিয়নের প্রথম দিন রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স বিভাগের সব বর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠিত হবে ব্যাচভিত্তিক প্রোগ্রাম, যেখানে বিভিন্ন বর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে স্মৃতি ভাগ করে নেবেন ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবেন।
দ্বিতীয় দিন দুইটি বিভাগের সব বর্ষের প্রাক্তন শিক্ষার্থী, তাদের পরিবার এবং বিশেষ অতিথিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। দিনব্যাপী থাকবে আলোচনা সভা, স্মৃতিচারণ, পরিচয় পর্ব ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজশাহী কলেজ হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. আন্তাজ আলী বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষক, সহপাঠী, অনুজ ও প্রবীণরা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই বন্ধনকে আরও গভীর ও প্রাণবন্ত করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্যোগে গঠিত হয়েছে এই অ্যাসোসিয়েশন। এটি দুই বিভাগের শিক্ষার্থীদের অভিন্ন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রজন্মের পর প্রজন্ম যুক্ত হয়ে তৈরি করবে সহযোগিতা, অনুপ্রেরণা ও বন্ধুত্বের নতুন অধ্যায়।”
তিনি আরও বলেন, “আসুন, বন্ধনের এই মহোৎসবে একত্রিত হই, স্মৃতিতে ফিরি, এবং ভবিষ্যতের পথচলায় একসঙ্গে নতুন অনুপ্রেরণা তৈরি করি। বিস্তারিত তথ্য, কার্যক্রম ও অন্যান্য খবর জানতে সংগঠনের অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।”
যোগাযোগ ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
• Facebook Page: www.facebook.com/RCAFAA [২]
• Facebook Group: www.facebook.com/groups/rcafaa [৩]
• Website: www.afaa.rc.edu.bd [১]