- Trade News 24 - https://www.tradenews24.com -

এবার বলিউডে নাম লেখালেন শুভ

দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার নাম লেখালেন বলিউডে। ঢাকাই চলচ্চিত্রে একের পর এক সফল কাজের পর তিনি প্রথমবারের মতো অভিনয় করেছেন ভারতীয় ওয়েব সিরিজে।

সম্প্রতি সনি লিভ প্রকাশ করেছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-এর টিজার, যেখানে শুভকে দেখা গেছে একেবারেই নতুন আঙ্গিকে। প্রকাশের পর মুহূর্তেই সেই ক্লিপ ভাইরাল হয়ে যায়।

টিজারে শুভকে হাজির হতে দেখা গেছে একাধিক চমকপ্রদ লুকে। কখনও ধূসর রঙের স্লিম কাট স্যুটে, কখনও বা সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে। আবার সাদা পাঞ্জাবি পরিহিত শুভও নজর কেড়েছেন। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

সিরিজটি নির্মাণ করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ গল্পে শুধু শুভই নন, যুক্ত হয়েছেন টলিউড ও বলিউডের একাধিক পরিচিত মুখ। এর মধ্যে অন্যতম অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি অভিনয় করেছেন শুভর বিপরীতে।

পুরো সিরিজের শুটিং হয়েছে রেট্রো সেটে, যা দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে সেই সময়ের আবহে। প্রযোজনা সংস্থার দাবি-দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই ছিল তাদের প্রধান লক্ষ্য।

সনি লিভে টিজার প্রকাশের পর থেকেই দর্শক ও শুভ ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ওয়েব সিরিজ শুধু ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং আরিফিন শুভর এক নতুন রূপও দর্শকদের জন্য বড় চমক হয়ে ধরা দেবে।