- Trade News 24 - https://www.tradenews24.com -

একটা দিন প্রিয় মানুষটার সঙ্গে অযথাই বকবক করুক: চমক

বিনদোন ডেস্ক:

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বরিশালে জন্ম হলেও বড় হয়েছেন ঢাকায়, এক সাংস্কৃতিক পরিবারে। শৈশবে নাচের তালিম নিয়েছেন, অভিনয়ের মঞ্চে এসেছেন ধীরে ধীরে। আর বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে হয়েছেন ডাক্তার।

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। চিকিৎসক হিসেবে যেমন কাজ করছেন, তেমনি নিয়মিত অভিনয়ও করছেন। সোশ্যাল মিডিয়াতেও তার সরব উপস্থিতি।

চমক তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে শৈশবের মতো জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। এ অভিনেত্রীর ভাষায়, “কোনো কোনো দিন এমন যায়, যেন অনেক বেলা হলেও ঘুম ঘুম ভাবটা আর কাটতে চায় না। অনেকে এই দিনগুলোকে ‘নন প্রোডাকটিভ’ দিন বলেন। কিন্তু আমার কাছে এই দিনগুলোকে মন্দ লাগে না।”

ছোটবেলার মতো যা ইচ্ছা তাই করতে চান চমক। এ অভিনেত্রী বলেন, “এমন একটা দিন, যেদিন একদম কোনো কিছুই ভাবব না, কোনো কিছুই করব না, মস্তিষ্ককে একটুও চাপ দেব না, অতীত, ভবিষ্যতের জটিল অঙ্ক করব না, কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। শুধু যেটা ভালো লাগে সেটাই করব। ঠিক ছোট্টবেলার মতো, যা ভালো লাগে, শুধু তাই-ই চাই। হোক না, এরকম একটা-দুটো দিন।”

ব্যাখ্যা করে চমক বলেন, “আমাদের এই শরীর-মন তো শুধু ছুটেই চলছে, একটা-দুটো দিন থাক না ওরা ওদের মতো। একটা দিন না হয় বেলা দুটোয় উঠুক ঘুম থেকে, পেট ভর্তি করে আবোল-তাবোল খাক, কিংবা কিছু না খেয়ে পড়ে থাকুক প্রিয় বইটা নিয়ে অথবা প্রিয় গানটা! না হয় প্রিয় মানুষটার সাথে বক বক করুক, অযথাই ঘণ্টার পর ঘণ্টা!”

“ঢিলাঢালা কুর্তিটা পরে একটু বেরিয়ে আসুক বাইরে থেকে! বিকেলের আলোয় ভেসে যাক সব চিন্তা, ভেসে যাক গোটা দুনিয়া। তুমি, তোমার মন আর মহাশূন্য। মাঝে মাঝে আসুক এমন ‘নন প্রোডাকটিভ’ দিন।” বলেন চমক।

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন রুকাইয়া জাহান চমক। এরপর ‘হায়দার’, ‘মহানগর’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ নানা আলোচিত নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী।