আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের মালিকাধীন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করে দেয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক ।
নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে রয়েছে – ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার পরিচালক ডাঃ আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালকরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ অধ্যাপক শেখ মোর্শেদ জাহান, চার্টার্ড সেক্রেটারী এম নুরুল আলম, এফসিএস (প্রাইম ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের স্বতন্ত্র পরিচালকের পদ হতে পদত্যাগের শর্তে)।
আওয়ামীলীগ সরকারের সময় নামে বেনামে ঋনের নামে অর্থ বের করে নেওয়া হয় কিছু ব্যাংক থেকে। সরকার পতনের পর বেশ কিছু তীব্র তারল্য সংকট দেখা দেয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছিল। ফ্রিজ করা হিসাব থেকেও টাকা তুলে নিয়েছিলেন এইচ বি এম ইকবাল। তখন প্রিমিয়ার ব্যাংক জরিমানার কবলে পড়ে। আর এবার প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে দিল বাংলাদেশ ব্যাংক।