- Trade News 24 - https://www.tradenews24.com -

জানুয়ারির প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাকা

চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,০৬৫ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

এর মধ্যে শুধুমাত্র ৭ জানুয়ারি বুধবার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ১,৬৭১ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ৫৪ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, চলতি বছরে প্রবাসী আয় ৬৭.৮০ শতাংশ বেড়েছে।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ১,৭১৭ কোটি ২০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ১,৪৩১ কোটি ৭০ লাখ ডলার।