বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:

সময়: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ৯:৪৭:২৫ অপরাহ্ণ

শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। সম্প্রসারিত টিকাদান (ভ্যাকসিনেশন) কর্মসূচির (ইপিআই) আওতায় শিশুদের বিনামূল্যে এ টাইফয়েডের টিকা দেওয়া হবে।

দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সি প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজের ইনজেকটেবল এই টিকা দেওয়া হবে। ইতোমধ্যে ১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং টিকাদান শুরুর আগ পর্যন্ত তা চলবে।

টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ডাউনলোড করতে হবে ভ্যাকসিন কার্ড। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।

আজ (সোমবার) ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

আবুল ফজল বলেন, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস ইপিআই কেন্দ্রে, স্কুল/মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে।

তিনি বলেন, যাদের জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা নিতে পারবে। এক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং তাদের টিকা গ্রহণের তথ্য কাগজে লিখে দেওয়া হবে।

ইপিআই কর্তৃপক্ষ জানায়, এক ডোজের ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। ভ্যাকসিনটি এসেছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ায় হয়, যা দূষিত খাদ্য বা পানি থেকে ছড়ায়। এর লক্ষণ হলো দীর্ঘ জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামন্দা ও পেটের সমস্যা।

গ্যাভি সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ। বিশ্বের অনেক দেশে এটি দেওয়া হয়। বাংলাদেশেও টাঙ্গাইলের পাইলট প্রকল্পে সফলতা মিলেছে। আগে বেসরকারি পর্যায়ে টিকা কিনে নিতে হতো, এখন সরকার বিনামূল্যে দেবে।

 

Print This Post
নিউজটি ১৩১ বার পড়া হয়েছে ।