ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদেরসংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫ ১২:২৫:২৭ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক:

আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর দেড়টায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছেন। সিটি কলেজের শিক্ষার্থীরাও তাদের কলেজের সামনে রয়েছেন। আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

জানা গেছে, গত ১৯ আগস্ট সিটি কলেজের দুই ছাত্রের আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনা থেকে উত্তেজনা শুরু হয়।

ওই ঘটনার জেরে আজও দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঠিকানা পরিবহনের একটি বাসেও ভাঙচুর করা হয়। ঢাকা কলেজের একটি বাস মিরপুরে দিকে যেতে চাইলে সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুরের চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ গিয়ে সেটা রক্ষা করে।

সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিটি কলেজ শিক্ষার্থী ফারাবি, আবির পিয়াস ও ঢাকা কলেজ শিক্ষার্থী মুজাহিদ হাসান অন্তর।

সংঘর্ষের ভিডিও ও ছবি নিতে গেলে উভয় কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকের বাধা দেন, নিক্ষেপ করেন ইটপাটকেল। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শিক্ষর্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।

Print This Post