প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে চারটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি

সময়: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ৯:৪৮:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১-১৩ আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই সফরে চারটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত এই সংখ্যা বাড়তে পারে। কারণ এখনো সফরের বেশ কিছু দিন বাকি আছে। উভয়ই পক্ষ রাজি হলে চুক্তি ও সমঝোতা আরও বাড়তে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এটা হবে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর। জুলাই মাসে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরকার জুলাই মাসের পরিবরতে প্রধান উপদেষ্টার সফরটি আগস্ট মাসে নির্বাচন করে।

এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ইতোমধ্যেই কুয়ালালামপুর সফর করেছেন। গত ২৪-২৫ জুলাই পররাষ্ট্র সচিব কুয়ালালামপুর সফর করেন। এ সময় তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে গত ২৬ জুলাই দেশে ফিরেছেন পররাষ্ট্র সচিব।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আমরা কাজ করছি। আগস্টে এই সফর হবে।

এর আগে গত বছর ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ঢাকা সফর করেন। সে সময়
প্রধান উপদেষ্টাকে তিনি মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।

চার চুক্তি-সমঝোতা সইয়ের প্রস্তুতি :

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি সই হতে পারে। এছাড়া ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ( বিআইআইএসএস) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আরো কয়েকটি বিষয়ে সমঝোতা নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ঢাকায় :

মালমালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আনোয়ার ইব্রাহিমের কন্যা, রাজনীতিক ও মানবাধিকারকর্মী নুরুল ইজ্জাহ আনোয়ার ঢাকা সফরে এসেছেন। তিনি ২৬ জুলাই রাতে ঢাকায় আসেন।

রোববার (২৭ জুলাই) ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেন আনোয়ার ইব্রাহীম কন্যা।

Print This Post