- Trade News 24 - https://www.tradenews24.com -

৯১৪ শহীদের তালিকা প্রকাশ করল জুলাই রেভুলোশনারি এলায়েন্স

নিজস্ব প্রতিবেদক

৯১৪ শহীদের তালিকা প্রকাশ করল জুলাই রেভুলোশনারি এলায়েন্স সংবাদ সম্মেলনে কথা বলছেন সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ।
জুলাই গণঅভ্যুত্থানে ৯১৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স বাংলাদেশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ।

ফানতাসির মাহমুদ জানান, রক্তক্ষয়ী বিপ্লবের পরও সরকারের নির্লিপ্ত ভূমিকা গণহত্যার বিচার না হওয়ার ভয়াবহ নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন, দাবি করে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি।

ফানতাসির মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার একটি ভয়ংকর উদাহরণ তৈরি করেছে।

সেটা হচ্ছে, বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এ দেশে হাজার হাজার মানুষ মেরে যে কেউ মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি গণহত্যা চালাতে চায়, সে পারবে।

সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা এবং হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে।

একইসঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা।